গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ শিবিরের উদ্যোগে পানির ফিল্টার স্থাপন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী পৌর শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সৈয়দ আজহারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, কলেজ শাখার সভাপতি শাহাদাত হোসেন পলাশ, সেক্রেটারি জুয়েল হাসানসহ শিক্ষার্থী ও অন্যান্য নেতৃবৃন্দ।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপনের ফলে কলেজের ছাত্র-ছাত্রীরা পানিবাহিত রোগ থেকে সুরক্ষা পাবে। এজন্য তারা পলাশবাড়ী সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান।
আরও পড়ুনমন্তব্য করুন