সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাঘেরকোনা গ্রামের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা আখি চৌধুরী (৪২) ও তার মেয়ে প্রথমা চোধুরী (১৫)। প্রথমা চৌধুরীর বাবা নাম প্রণয় দাস। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। অপর নিহত হলেন, শহরের নবীনগর এলাকার সজল ঘোষ (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে সুনামগঞ্জ থেকে অটোরিকশায় সিলেটের উদ্দেশ্যে মা-মেয়ে রওনা করেন। পথিমধ্যে জেলার শান্তিগঞ্জ উপজেলায় পৌঁছালে বিপরীতে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।
আরও পড়ুনশান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন মারা গেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
মন্তব্য করুন