ভিডিও শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনার দাপুটে জয়

ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনার দাপুটে জয়

স্পোর্টস ডেস্কঃ ম্যাচে পিছিয়ে পড়েও কীভাবে ঘুড়ে দাঁড়ানো যায় গত মৌসুমে সেটি ভালোভাবেই দেখিয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে আরও একবার সেটিরই পুনরাবৃত্তি ঘটালো। লা লিগায় প্রতিপক্ষ রিয়াল ওবেইদোর বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে থেকেও পরে দাপট দেখিয়ে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। 

ওবেইদোর ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখালেও গোল পাচ্ছিল না বার্সেলোনা। এমন কি প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা। একপর্যায়ে মনে হয়েছিল ম্যাচে পয়েন্ট হারাবে বার্সেলোনা। তবে সেই শঙ্কা আর বাস্তবে রূপ নেয়নি। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। 

ম্যাচের দশম মিনিটে রাশফোর্ডের ভলি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ওবেইদো গোলরক্ষক। ৩২তম মিনিটে রাফিনহার আরেকটি শট গোলপোস্টে লেগে ফেরে। এর এক মিনিট পর ম্যাচের ৩৩তম মিনিটে মারাত্মক ভুল করে ফেলেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। নিজের সতীর্থকে পাস দিতে গিয়ে প্রতিপক্ষের পায়ে তুলে দেন গার্সিয়া। সেই ভুলের পুরো ফায়দা তুলেছেন স্প্যানিশ মিডফিল্ডার আলবার্তো রেইনা। প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া শটে তিনি লিড এনে দেন ওবেইদোকে। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সোলোনা।

বিরতি থেকে ফিরেই জ্বলে ওঠে বার্সা। ৫৬তম মিনিটে গার্সিয়ার গোলে সমতায় ফেরে তারা। এরপর ম্যাচের ৬৫ মিনিটে রাফিনহার বদলি হিসেবে নেমে ৫ মিনিটের মধ্যেই দারুণ এক হেডে বার্সাকে লিড এনে দেন লেভান্ডোভস্কি। ৭০তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে চমৎকার এক হেডে দলকে এগিয়ে নেন এই পোলিশ স্ট্রাইকার। ম্যাচর শেষ দিকে ৮৮ মিনিটে রাশফোর্ডের কর্ণার থেকে আরাউহোর গোলে জয়ের ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ফলে ৩-১ গোলে বড় জয় পায় কাতালান ক্লাবটি।

আরও পড়ুন

 

ম্যাচ জুড়ে ৮০ শতাংশ বল দখলে রেখে ২০টি শট নেয় বার্সা। এর মধ্যে লক্ষ্যে ছিল ১০টি শট। বিপরীতে ওবেইদোর সাতটি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে তিনটি।

এই জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে বর্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্ট ব্যবধান এখন ২। ৬ ম্যাচের সব কটিতে জিতে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ১৮। বিপরীতে সমান ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে বার্সার পয়েন্ট ১৬।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমানের চক্ষু চিকিৎসায় ধানমন্ডিতে এরিস্টো আই হসপিটাল উদ্বোধন

গ্যাস সংকটের সমাধান

চাল রপ্তানি নিয়ন্ত্রণে নতুন নিয়ম জারি

রংপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বদলি

বগুড়ার শাজাহানপুরের মন্ডপে মন্ডপে চলছে রং তুলির কাজ

বগুড়ার সারিয়াকান্দিতে ট্রাক-সিএনজি সংঘর্ষে বাবা ছেলেসহ তিনজন নিহত