ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

বগুড়ার সোনাতলায় বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

বগুড়ার সোনাতলায় বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি। প্রতীকী ছবি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় গতকাল বৃহস্পতিবার গভীররাতে একটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দল ওই বাড়ি থেকে টাকা, সোনার গহনা ও মূল্যবান কাগজপত্র (দলিল পত্র) লুট করে নিয়ে গেছে। ডাকাতদল ৪টি ককটেলও ফেলে রেখে যায়।

পরে পুলিশ সেগুলো উদ্ধার করে। এ সময় এক কলেজ ছাত্র বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলা বালুয়া ইউনিয়নের ঝিনেরপাড়া গ্রামের মোজাহিদুল ইসলাম ও আমিরুল ইসলামের সোনাতলা-মোকামতলা সড়ক সংলগ্ন  বাড়িতে ওই দিন রাত দেড়টার দিকে ৬/৭ জনের একদল ডাকাতদল প্রবেশ করে। এ সময় তারা কৌশলে ওই বাড়ির দরজার হ্যাজবলের স্ক্রু ভেঙ্গে শয়ন ঘরে ঢুকে ওই বাড়িতে থাকা ২ ভাইকে খাটের সাথে বেঁধে ফেলে। এ সময় আরেক রুম থেকে ফুয়াদ হোসেন (২৮) নামে এক কলেজ ছাত্র বিষয়টি টের পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন

এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ডাকাতদল ওই বাড়ির ৩টি রুম তছনছ করে স্টিলের আলমারীর তালা ভেঙ্গে আনুমানিক ৪ লাখ টাকা, ৫ ভরি সোনার গহনা ও জমির দলিল পত্রসহ মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদল ভীতি সৃষ্টির জন্য ৪টি ককটেল ফেলে রেখে যায়।

আজ শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা অবধি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। ওসি মিলাদুন্নবী ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, ওই বাড়িতে সীমানা প্রাচীন নেই। এ ছাড়াও বাড়িটি নিরাপত্তা নেই। ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান

নূরের ওপর হামলার ঘটনায় এনসিপির বিক্ষোভ

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান