বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি’সহ তিন কর্মকর্তা প্রত্যাহার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলামসহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে ওসি মোজাহারুল ইসলামকে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে। এছাড়া তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবু মুসাকে গাবতলী থানায় বদলি করা হয়েছে এবং এসআই নাজমুল হককে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, গত ২৬ আগস্ট রাতে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও বগুড়া জেলা পুলিশ সুপারের সই করা এক আদেশে তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। এর আগে বগুড়া-৪ আসনের সাবেক এমপি ও বগুড়া জেলা জাসদের সভাপতি এ.কে.এম রেজাউল করিম তানসেনের ছোট ভাই নন্দীগ্রাম উপজেলা জাসদের সদস্য সচিব ও উপজেলা পল্লী উন্নয়ন সমিতির (বিআরডিবি) সভাপতি এ.কে.এম মাহবুবার রহমান রস্তমকে থানায় সমাদর করার অভিযোগ ওঠার পর এ ব্যবস্থা নেয়া হয় বলে জানা গেছে। গত রোববার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের সামনে থেকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা রুস্তমকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে তাকে চলতি বছরের জানুয়ারিতে দায়ের হওয়া মারধর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখানো হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুনগত বৃহস্পতিবার রাতে এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বে থাকা এসআই সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, জাসদ নেতা ও সাবেক এমপির ভাইকে গ্রেফতারের সঙ্গে কর্মকর্তাদের প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই।
মন্তব্য করুন