সরকারের ঘোষণায় দেশের রাজনীতি এখন নির্বাচনের ট্রেনে- তৈয়ব জাকির

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি আহসানুল তৈয়ব জাকির বলেছেন, বর্তমান অন্তর্বতীকালীন সরকার সঠিক সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে।
তাই সরকারকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সরকারের ঘোষণা অনুযায়ী দেশের রাজনীতি এখন জাতীয় নির্বাচনের ট্রেনে একধাপ এগিয়ে গেলো। জিয়াউর রহমানের জন্মভূমির জন্য বগুড়া সবসময়ই বিএনপির ঘাঁটি। আগামি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সবকটি আসনই আমরা তারেক রহমানকে উপহার দেব। আজ শুক্রবার (২৯ আগস্ট) বিকালে কামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
আরও পড়ুনকামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ঠান্ডুর সভাপতিত্বে ও কামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি এড. নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা নূরুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির সহ সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, সহ সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, কামালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম স্বপন প্রমুখ।
মন্তব্য করুন