নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি

ঢাবি প্রতিনিধি : জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান।
শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে তারা স্লোগান দেন— “জাপা, ব্যান ব্যান”, “একটা একটা জাপা ধর, ধইরা ধইরা জেলে ভর”, “হাসিনা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে”* ইত্যাদি।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ভারতের পরামর্শেই জিএম কাদেররা অতীতে নির্বাচন করেছে। বর্তমানে আওয়ামী লীগ বিপদে থাকায় ভারত জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে ব্যবহার করছে। আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য জাপাকে ভরসা করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন প্রক্রিয়া হলে আবারও ৫ আগস্টের মতো পরিস্থিতি নেমে আসবে।”
আরও পড়ুনঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী ও ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মোসাদ্দিল আলী ইবনে মোহাম্মদ বলেন, *“পুলিশ তাদের পুরোনো আচরণ বদলায়নি। ৫ আগস্টের পর যখনই জুলাইয়ের যোদ্ধারা আন্দোলনে নেমেছে, হাসিনার আমলের মতো একইভাবে দমন-পীড়ন চালানো হয়েছে। এমনকি বুয়েট শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনেও হামলা হয়েছে। হামলায় জড়িত পুলিশদের বিচারের আওতায় আনতে হবে।”
ডাকসুর ভিপি প্রার্থী জামালুদ্দিন খালিদ বলেন, *“নুরুল হক নুরকে নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু হাসিনার ফ্যাসিবাদের আমলে তিনি সাহসের প্রতীক ছিলেন। তিনি জাতীয় নেতা, আর আজ ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির বিরুদ্ধে লড়ছেন। হামলার ভিডিও থেকেই প্রমাণ হয় এটি পরিকল্পিত। জুলাইয়ের ওপর যারা হাত তুলবে, তাদের ছাড় দেওয়া হবে না। হামলায় জড়িত পুলিশ ও সেনাসদস্যদের বিচার করতে হবে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।
মন্তব্য করুন