ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

বগুড়ার শেরপুরে অগ্নিকান্ডে পুড়ে মারা গেছে ৮টি গরু ও ৪টি ছাগল

বগুড়ার শেরপুরে অগ্নিকান্ডে পুড়ে মারা গেছে ৮টি গরু ও ৪টি ছাগল। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে মশার কয়েল থেকে লাগা আগুনে গোয়াল ঘরে থাকা আটটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের নলডাঙ্গী গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের নলডাঙ্গী গ্রামের মৃত আসর উদ্দিনের ছেলে কৃষক আফসার হাজী প্রতিদিনের মতো রাতে গরু গোয়ালে রেখে মশার কয়েল জ্বালিয়ে দিয়ে এসে ঘরে ঘুমিয়ে পড়েন। গভীররাতে গোয়ালের ভেতরে হঠাৎ গরুর ছোটাছুটির শব্দ শুনে তার ছোট ভাইয়ের স্ত্রী নুপুর বাইরে এসে আগুন লেগেছে দেখতে পান।

এ সময় তিনি চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতায় কোনো গরু ও ছাগল বের করতে না পারায় গোয়ালঘরের ভেতরে থাকা ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে মারা যায়।
প্রতিবেশি আলমগীর হোসেন জানান, গোয়ালের ভেতরে খড়কুটোসহ দাহ্য জিনিসপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক আফসার হাজী বলেন, আমরা কৃষক মানুষ। আমাদের সম্বল ছিল এই গরু-ছাগল। যার সবগুলো আগুনে পুড়ে মারা গেছে। এই অগ্নিকান্ডে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি সম্পূর্ণ নি:স্ব ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান

নূরের ওপর হামলার ঘটনায় এনসিপির বিক্ষোভ

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান