ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

জলকৈ-সরিয়া-প্রেমতলী সড়ক রাণীনগরে বেহাল সড়কে দুর্ভোগ গ্রামবাসীর

জলকৈ-সরিয়া-প্রেমতলী সড়ক রাণীনগরে বেহাল সড়কে দুর্ভোগ গ্রামবাসীর। ছবি : দৈনিক করতোয়া

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামের সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে ওই গ্রামের প্রায় ৮ হাজার লোকজনের চলাচলে এবং কৃষি পণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এব্যাপারে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামবাসী।

জানা যায়, আবাদপুকুর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে জলকৈ গ্রাম। এই আঞ্চলিক মহাসড়কের জলকৈ স্ট্যান্ড থেকে গ্রামের মধ্য দিয়ে সরিয়া হয়ে প্রেমতলী পর্যন্ত চলে গেছে সড়কটি। দীর্ঘদিন আগে প্রায় এই সাড়ে তিন কিলোমিটার সড়ক ইট সোলিং করে রাস্তা করা হয়। এর পর সংস্কার না করায় পুরো সড়ক জুড়েই ছোট-বড় অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে।

এতে বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বিভিন্ন যানবাহনসহ গ্রামের লোকজনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া গ্রামের মধ্যে সড়কের একটি কালভার্টের মাঝা-মাঝিস্থানে ধসে গেছে। ফলে গ্রামের কৃষকদের ধান-চাল, সারসহ বিভিন্ন মালামাল পরিবহণে বেকায়দায় পড়তে হচ্ছে।

গ্রামবাসীরা বলছেন, কোন রকমে ভ্যানগাড়ি দিয়ে মালামাল পরিবহণ করতে পারলেও খানা খন্দের কারণে কয়েকগুন বেশি ভাড়া গুনতে হচ্ছে। এতে চরম ক্ষতির মুখে পরতে হচ্ছে গ্রামের লোকজনকে। গ্রামের বাসিন্দা মেহেদি হাসান বিত্ত জানান, গ্রামে প্রায় ৮হাজার লোকজন বসবাস করি।

আরও পড়ুন

এতোগুলো লোকজনের চলাচলের এই রাস্তাটি বেহলা হয়ে থাকলেও এখন পর্যন্ত সংস্কারের কোন উদ্যোগ নেয়নি সংশ্লি¬ষ্টরা। এই গ্রামেই একটি প্রাথমিক, একটি মাধ্যমিক বিদ্যালয় এবং স্বাস্থ্য কমিউনিটি সেন্টার রয়েছে। ফলে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের চলাচল এবং গ্রামবাসীর বিভিন্ন মালামাল পরিবহণ ও অসুস্থ রোগীদের নিয়ে চলাচলে চরম বেকায়দায় আছি আমরা।

রাণীনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, রাস্তাটি সংস্কারের জন্য ইতোমধ্যেই প্রক্রিয়া শেষের দিকে। আসা করছি দ্রুত সময়ের মধ্যেই পাকাকরণ কাজ শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেপ্তার দাবি করল জামায়াত

প্রতিবাদ জানালেন আসিফ নজরুল, হাসনাত বললেন 'ভণ্ডামি বাদ দেন'

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি