জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান
_original_1756502677.jpg)
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে চারদিন পর জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান।
শুক্রবার (২৯ আগষ্ট) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন মামুন হাসান। শেখ হাসিনার সরকারের আমলে দায়ের করা চারটি মামলায় মঙ্গলবার (২৬ আগস্ট) আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
আরও পড়ুনবৃহস্পতিবার (২৮ আগস্ট) ওই চারটি মামলায় পুনরায় জামিন শুনানি হলে আদালত তার জামিন মঞ্জুর করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাকে কারামুক্ত করা হয়।
সকাল থেকেই মামুন হাসানের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী কারাফটকের সামনে অপেক্ষা করতে থাকেন। মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন
মন্তব্য করুন