বগুড়ার ধুনটে ইউপি সদস্যর গলায় চাকু ধরে মোটরসাইকেল ছিনতাই

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় নিমগাছি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফেরদৌস আলমের (৪৫) গলায় চাকু ধরে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে ইউপি সদস্য ফেরদৌস আলম বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফেরদৌস আলম উপজেলার পিরাপাট গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি ২৫ আগস্ট সকাল ১০টায় সোনাহাটা বাজার এলাকায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। পথিমধ্যে নাংলু গ্রামের সোনার ব্রীজ নামে এলাকায় পৌঁছলে শহিদুল, সাগর ও তাদের সহযোগীরা ফেরদৌস আলমের মোটরসাইকেলের গতিরোধ করে।
এক পর্যায়ে শহিদুল, সাগর ও তাদের সহযোগীরা ফেরদৌস আলমের গলায় চাকু ধরে হত্যার হুমকি দিয়ে তার মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ইউপি সদস্য ফেরদৌস আলম বাদি হয়ে পিরাপাট গ্রামের শহিদুল ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
আরও পড়ুনএ বিষয়ে শহিদুল ইসলাম জানান, ইউপি সদস্যর কাছ থেকে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ সঠিক না। তার সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ বলেন, ইউপি সদস্যর অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন