গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর আ’লীগ নেতা এড. ভবেশ সরকার গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ড ও অপতৎপরতা এবং সামাজিক মাধ্যমে উস্কানিমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ভবেশ চন্দ্র সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৌরশহরের ঝিলপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
এড. ভবেশ চন্দ্র সরকার গোবিন্দগঞ্জ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) পৌর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছাড়াও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি ও আওয়ামী আইনজীবী পরিষদের গোবিন্দগঞ্জ শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। এড. ভবেশ চন্দ্র সরকারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
আরও পড়ুনমন্তব্য করুন