ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

আবারও বরখাস্ত হলেন ‘স্পেশাল ওয়ান’ মরিনহো

আবারও বরখাস্ত হলেন ‘স্পেশাল ওয়ান’ মরিনহো

শেষ কয়েকটা ক্লাব থেকে কেবল বরখাস্ত হয়েই বিদায় নিতে হয়েছে ‘স্পেশাল ওয়ান’ খ্যাত জোসে মরিনহোকে। এবার সেই তালিকায় যুক্ত হলো তুরস্কের ক্লাব ফেনারবাচে।

আজ শুক্রবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে পর্তুগিজ কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ক্লাবটি।

২০২৪ সালের ১ জুলাই ফেনারবাচের দায়িত্ব নিয়েছিলেন মরিনহো। এরপর মোট ৬২ ম্যাচে দলটির ডাগআউটে থেকে দায়িত্ব পালন করেন তিনি। তার অধীনে ফেনারবাচে জয় পেয়েছে ৩৭ ম্যাচে, ড্র করেছে ১৪টিতে, হেরেছে ১১টিতে। প্রতি ম্যাচে গড়ে দল তুলেছে ২.০২ পয়েন্ট। তবে সাফল্যের হিসেবে শূন্য হাতেই বিদায় নিতে হচ্ছে মরিনহোকে।

চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম ও এএস রোমার মতো ক্লাবের কোচিং করানোর অভিজ্ঞতা থাকা মরিনহোকে নিয়ে বড় স্বপ্ন দেখেছিল ফেনারবাচে। কিন্তু ঘরোয়া কিংবা ইউরোপীয় কোনো শিরোপাই জেতাতে পারেননি তিনি। গেল মৌসুমে লিগ শেষ করতে হয়েছে দ্বিতীয় স্থানে, শিরোপাজয়ী গ্যালাতাসারাইয়ের সঙ্গে পয়েন্ট ব্যবধান ছিল ১১। ইউরোপা লিগ থেকেও বিদায় নিতে হয়েছে শেষ ষোলোতে।

আরও পড়ুন

চলতি মৌসুমে অন্তত চ্যাম্পিয়নস লিগের টিকিটের প্রত্যাশা ছিল ক্লাবটির। কিন্তু বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বেনফিকার কাছে ১-০ গোলে হেরে সেই সুযোগও হাতছাড়া হয়। পরিণতিতে চাকরি হারালেন মরিনহো।

ফেনারবাচের বিবৃতিতে বলা হয়,‘২০২৪-২৫ মৌসুম থেকে আমাদের দলের দায়িত্বে থাকা জোসে মরিনহোর সঙ্গে পথচলা শেষ হলো। তিনি দলের জন্য যে প্রচেষ্টা দিয়েছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য শুভকামনা।’

এই বরখাস্তের মধ্য দিয়ে শেষ ছয়টি ক্লাবেই একই পরিণতি ভোগ করলেন মরিনহো। ধারাটির শুরু ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ থেকে ছাঁটাইয়ের মাধ্যমে। পরে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, এএস রোমা—সব জায়গা থেকেই বরখাস্ত হতে হয়েছে ‘স্পেশাল ওয়ান’ খ্যাত মরিনহো। এবার সেই তালিকায় যুক্ত হলো ফেনারবাচেও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান

নূরের ওপর হামলার ঘটনায় এনসিপির বিক্ষোভ

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান