বগুড়ায় সেপটিক ট্যাঙ্ক থেকে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: বগুড়ায় সেপটিক ট্যাঙ্ক থেকে ওয়াসিম আহম্মেদ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে সদর উপজেলার লাহেড়িপাড়া ইউনিয়নের বিদুপাড়া গ্রামে নিজ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, ওই দিন রাত ১১টার দিকে ওয়াসিম ঘরে না ফিরে আসায় খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে সেপটিক ট্যাঙ্ক এর ভেতরে তাকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বগুড়া সদর থানার কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, লাশটি উদ্ধারের পর পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এই রিপোর্ট তৈরির সময় তার শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুনওসি আরও বলেন, ওয়াসিম নিয়মিত মাদক সেবন করতো। রাতে খাবারের পর টয়লেটে গেলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি সেপটিক ট্যাঙ্কের মধ্যে পড়ে যায়। এরপর ট্যাঙ্কের ঢাকনা খুলে ভিতরে নেমে মোবাইল ফোনটি তুলতে গিয়ে তিনি নিজেও পড়ে যান এবং বিষাক্ত গ্যাসের কারণে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন