ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

নওগাঁর মহাদেবপুরে ধানের দাম ও ফলন ভালো, কৃষকের মুখে হাসি

নওগাঁর মহাদেবপুরে ধানের দাম ও ফলন ভালো, কৃষকের মুখে হাসি

এম. সাখাওয়াত হোসেন, মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুর উপজেলায় চলতি আউশ মৌসুমে ধানের দাম ও ফলন ভালো পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। চলতি সপ্তাহে মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন মাঠে মাঠে আউশ ধান আংশিক কাটা-মাড়াই শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন ও বাজারমূল্য ভালো পাওয়ায় কৃষকের স্বপ্ন পূরণ হতে শুরু করেছে।

এখন আউশ মৌসুমের শেষ মুহর্ত। উপজেলার প্রতিটি মাঠে মাঠে বাতাসের তালে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। তাই ধান কাটা শ্রমিক, মাড়াইয়ের জন্য বোঙ্গা মেশিন সংগ্রহ, শুকানোর খলিয়ান তৈরি, ধান সংরক্ষণ ও বিক্রির প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত উপজেলার কৃষক কৃষাণিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি ২০২৪-২০২৫ আউশ মৌসুমে মহাদেবপুর উপজেলায় ১৫ হাজার ২শ’ হেক্টর জমিতে আউশ ধান চাষ করেছে কৃষকরা। এরমধ্যে পারিজা ৫ হাজার ৫৪৫ হেক্টর, ব্রি-৪৮ ৪ হাজার ৯৮৫ হেক্টর, জিরাশাইল ৩৬৫ হেক্টর, বিনা-১৯ ৩ হাজার ২১০ হেক্টর, বিনা-২১ ২০ হেক্টর, ব্রি-৯৮ ৭২৫ হেক্টর, ব্রি-৮২ ১০ হেক্টর, ব্রি-৫৫ ৩৪০ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে।

আরও পড়ুন

সরেজমিনে উপজেলার শ্যমপুর ও আন্ধারকোটা গ্রামের কৃষকদের সাথে কথা হলে তারা জানান, আবহাওয়া ভালো থাকায় ফসলের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে বাজারে বিনা-১৯ জাতের ধান ১ হাজার ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও পারিজা জাতের ধানের দাম ৯৮০ থেকে ১ হাজার ৩০ টাকা প্রতি মণ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, চলতি আউশ মৌসুমে মহাদেবপুর উপজেলায় ১৫ হাজার ২শ’ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে। কৃষি বিভাগের সহযোগিতায় ও আবহাওয়া অনুকূলে থাকায় আউশ ধানের বাম্পার ফলন হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান

নূরের ওপর হামলার ঘটনায় এনসিপির বিক্ষোভ

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান