বগুড়ার আদমদীঘি একই গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলা সদরে একই গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র গোয়াল ঘরের টিনের দরজা আটকানো বাঁশের লাঠি খুলে গরু গুলো চুরি করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আদমদীঘি সদরের ডহরপুর পাঠকপাড়া জনৈক হামিদুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের ডহরপুর পাঠকপাড়ার হামিদুল ইসলাম একজন গরু ব্যবসায়ী তার বাড়ির গোয়াল ঘরে বিভিন্ন সময় ৭/৮ টি গরু থাকে। গতকাল বৃহস্পতিবার রাতে তার নিজেরসহ ছোট বড় ৬টি গরু গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন।
রাত ৩টার দিকে ঘুম থেকে জেগে দেখেন গোয়ার ঘর থেকে চোরচক্র গোয়াল ঘরের টিনের দরজা আটকানো বাঁশের লাঠি খুলে একটি গাভী গরুসহ ৬টি গরু চুরি করে নিয়ে গেছে। চোরাই গরুর বর্তমান বাজার মূল্যে প্রায় ৬ লাখ টাকা হবে বলে দাবি করা হয়। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুনস্থানীয়রা জানান, হামিদুল ইসলামের বাড়ি সালগ্রাম মুখি রাস্তার পাশে। চোরেরা সম্ভবত: গরুগুলো মিনি ট্রাক অথবা ভটভটি যোগে নিয়ে গেছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, চুরির ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে চুরি যাওয়া গরু উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
মন্তব্য করুন