কাদিরাবাদ সেনানিবাস এলাকা থেকে আটক নারীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় সেনা বাহিনীর চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে এক নারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার রাতে দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাস এলাকা থেকে তাকে আটক করে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনা হয়। পরে আদালত ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা দেন। আটককৃত নারীর নাম মমতাজ আক্তার। তিনি নাটোর জেলার লালপুর উপজেলার ধুপইল এলাকার বাসিন্দা এবং রহুল আমিনের স্ত্রী।
জানা যায়, দীর্ঘদিন ধরে সেনা বাহিনীতে চাকরির সুযোগ করে দেওয়ার নামে বিভিন্নভাবে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলো বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন বলেন, ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ধারায় তাকে দণ্ডিত করা হয়েছে।
আরও পড়ুনআইন অনুযায়ী, ১৮৮ ধারায় সরকারি কর্তৃপক্ষ বা আদালতের নির্দেশ অমান্য করলে শাস্তি প্রযোজ্য হয়। আদালত মনে করেছেন, তার কার্যক্রম জনস্বার্থবিরোধী এবং বিভ্রান্তি সৃষ্টিকারী। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে দণ্ডপ্রাপ্ত মমতাজ আক্তারকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন