চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।
নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠান জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট ৫,০১৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে আমদানি ছিল ২,১০১ টিইইউএস এবং রপ্তানি ২,৯১৮ টিইইউএস। এটি বন্দরের একক দিনে এখন পর্যন্ত সর্বোচ্চ হ্যান্ডলিংয়ের রেকর্ড।
উল্লেখ্য, চলতি বছরের ৭ জুলাই থেকে সিডিডিএল এনসিটির ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেশনাল দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেওয়ার পর থেকেই কনটেইনার হ্যান্ডলিংয়ে লক্ষণীয় উন্নতি দেখা যাচ্ছে।
সিডিডিএলের কর্মকর্তারা জানান, দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে জাহাজ থেকে কনটেইনার নামানো থেকে শুরু করে ডেলিভারি গেট পর্যন্ত প্রতিটি পর্যায়ে কার্যক্রমের গতি বেড়েছে।
আরও পড়ুন