ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লায় নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

কুমিল্লায় নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

কুমিল্লায় জুলাই শহিদদের স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। আজ সোমবার (১৪ জুলাই) সকালে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

এ সময় তিনি বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট এ স্থানেই ছাত্র-জনতার উপর নির্মম হামলা চালানো হয়েছিল। শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে স্থাপিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এতে প্রতিটি শহিদের নাম যুক্ত থাকবে। এ ছাড়াও যেসব এলাকায় যারা শহিদ হয়েছেন, সেসব স্থানে নির্মাণ করা হবে ‘রোড মেমোরি স্ট্যান্ড’।

জেলা প্রশাসক জানান, প্রতিবছর ৫ আগস্ট স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. নাজির আহমদ খান, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আলী নূর মোহাম্মদ বশির, এনসিপি নেতা মাছুমুল বারী কাউসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের সহকারী পরিচালক আল আমিন। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের আইসিটি মাস্টার ট্রেইনার আব্দুল্লাহ নোমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা