গুপ্তচরবৃত্তির দায়ে কিউবার সাবেক অর্থমন্ত্রীর যাবজ্জীবন
আন্তর্জাতিক ডেস্ক : গুপ্তচরবৃত্তির দায়ে কিউবার সাবেক অর্থমন্ত্রী আলেহান্দ্রো হিল ফের্নান্দেসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। পাশাপাশি ঘুষ, নথি জালিয়াতি ও কর ফাঁকিসহ পৃথক মামলায় তাকে আরও ২০ বছরের সাজা দেওয়া হয়েছে—মোট দুইটি মামলায় বড় শাস্তির মুখোমুখি হয়েছেন তিনি।
২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত অর্থমন্ত্রী এবং পরে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন হিল। প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন তিনি। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠার পর তাকে পদচ্যুত করা হয়। কিউবার প্রেসিডেন্ট তখন জানান, হিল “গুরুতর ভুল” করেছেন, যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি।
সুপ্রিম কোর্টও জানায়নি তিনি কার জন্য বা কীভাবে গুপ্তচরবৃত্তি করেছেন। তবে আদালতের ভাষ্য অনুযায়ী, হিল ক্ষমতার অপব্যবহার করেছেন, বিদেশি প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়েছেন এবং অন্যান্য কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন।
আরও পড়ুন২০০৯ সালে উচ্চপর্যায়ের দুই নেতার বহিষ্কারের পর কিউবায় এটি সবচেয়ে আলোচিত মামলা হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








