ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করছে ইরান

ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করছে ইরান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষেপণাস্ত্রে স্টেলথ ও এআই প্রযুক্তি যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে ইরান। শত্রুপক্ষের প্রতিরক্ষাবলয় ভেদ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ পাকপৌর। এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিবসে বক্তব্য দেওয়ার সময় পাকপৌর জানান, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার যুদ্ধক্ষেত্রে স্পষ্ট ব্যবধান তৈরি করতে পারে। সংঘাতে জয়ী হওয়ার চাবিকাঠি হিসেবে তিনি গোয়েন্দাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, নজরদারি ও সরাসরি হামলার কথা উল্লেখ করেন। চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে আমরা এমন এক শত্রুর মোকাবেলা করেছি, যার হাতে ছিল সর্বশেষ ও সর্বাধুনিক প্রযুক্তি।’

আরও পড়ুন

আইআরজিসি প্রধান দাবি করেন, বিদেশি শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও জাতীয় সংহতির মুখে পরাজয়বরণ করে এবং যুদ্ধবিরতির অনুরোধ জানায়। তিনি আরো জানান, শত্রু এখন ইরানের সক্ষমতা সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখে। তারা জানে, আগামীতে হামলা করলে আরও রুঢ় ও ধ্বংসাত্মক জবাব মিলবে। নতুন করে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যাওয়ার আগে এ বিষয়গুলো মাথায় রাখবে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করছে ইরান

মা হওয়ার পর প্রথম শুটিংয়ে কিয়ারা 

সাংবাদিক হত্যায় আবারও শীর্ষ দেশ ইসরায়েল

বিশ্বকাপে আসছে নতুন নিয়ম, প্রত্যেক অর্ধেই থাকছে পানি পানের বিরতি

থাই-কম্বোডিয়া সংঘর্ষে নিহত অন্তত ৭

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন ‘পাখি’