ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ রাত

বগুড়ার ধুনটে হেলমেট ও মুখোশ পরা দূর্বৃত্তের ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

ছবি: দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে হেলমেট ও মুখোশ পর দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবরাজ বাধন (২২) এক শিক্ষার্থী আহত হয়েছে। এসময় তার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ১০টায় ধুনট-সোনামুখী সড়কের পূর্বভরনশাহী প্রিয়াঙ্গন পার্কের সামনে এ ঘটনা ঘটে। আহত যুবরাজ বাধন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরশাহী গ্রামের বাদশা মিয়ার ছেলে। সে এ বছর ধুনট সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট শহর থেকে মাত্র এক কিলোমিটার দুরে প্রিয়াঙ্গন পার্কের সামনে তেলের পাম্প রয়েছে। সোমবার রাত ১০টায় ধুনট সোনামুখী সড়কের পাশে অবস্থিত ওই পাম্পে মোটরসাইকেলের তেল নিতে যায় যুবরাজ। সড়ক থেকে পাম্পে ঢোকার সময় পেছন দিক থেকে হেলমেট ও মুখোশ পরা ৩ জন দূর্বৃত্ত মোটরসাইকেল চড়ে এসে যুবরাজের কাছ থেকে মোটরসাইকেলে চাবি ও মুঠোফোনটি কেড়ে নেয়। এসময় চাবি ও মুঠোফোন নিয়ে দূর্বৃত্তদের সঙ্গে যুবরাজের কাড়াকাড়ির ঘটনা ঘটে। তখন দূর্বৃত্তরা যুবরাজকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা যুবরাজকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে হেলমেট ও মুখোশ পরা দূর্বৃত্তের ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

নচিকেতাকে দেখতে হঠাৎ হাসপাতালে মমতা

লক্ষ্মীপুরে ওয়ার্কশপের আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরি, মালিক গ্রেপ্তার

গাইবান্ধায় যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ: তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪