গাইবান্ধায় যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদরের শাপলামিল এলাকায় এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার বিকেলে হরতলীর শাপলামিল এলাকায় দিনের বেলায় এই ঘটনা ঘটেছে। আহত যুবকের নাম রুবেল (২৫) গাইবান্ধা পৌরসভার হকার্স মার্কেটের কাঁচামাল ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে।
পুলিশ ও ঘটনাস্থলের অধিবাসীরা জানায়, রুবেল শাপলামিল এলাকায় তার বন্ধু মোশারফের সাথে দেখা করতে যাওয়ার পরপরই একদল দুর্বৃত্ত রুবেলের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে প্রথমেই রবেলের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে ও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এলাকাবাসী ঘটনাস্থল থেকে রুবেলকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রবেলের বন্ধু মোশারফ রহমানও হামলায় আহত হয়। মোশাররফ জানায় সেখানকার স্থানীয় অধিবাসী বাবু মিয়ার সাথে তার পরিবারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় রুবেলের বাবা থানায় অভিযোগ দিয়েছেন।
আরও পড়ুন
মন্তব্য করুন


_medium_1765290996.jpg)





_medium_1765292129.jpg)