লক্ষ্মীপুরে ওয়ার্কশপের আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরি, মালিক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে ওয়ার্কশপ ব্যবসার আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে নুর উদ্দিন জিকু নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন গহীন এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।
গ্রেপ্তার জিকু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর এলাকার আব্দুল গোফরানের ছেলে এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে অবস্থিত নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক।
আরও পড়ুনঅতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, নুর উদ্দিন ওয়ার্কশপের আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরি করছিল। তার দোকান ও বাড়ির কবরস্থান থেকে অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনের মামলায় চালানো অভিযানে তাকে রাঙামাটি থেকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1765290996.jpg)



_medium_1765292129.jpg)