ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৯ রাত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ 

সংগৃহিত,চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলায় ৩টি পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু, এক বৃদ্ধ, মোটরসাইকেল আরোহী দুই যুবক সহ চারজন নিহত হয়েছেন। এরমধ্যে ভোলাহাটের বাসিন্দা তিনজন রয়েছেন। নিহতরা হলেন, ভোলাহাটের ছোট জামবাড়িয়া গ্রামের মৃত শাহজাহানের ছেলে মো. আশিক(২৬), বাজারপাড়া বড়গাছি গ্রামের মৃত আপেল মাহমুদের মো. আবদুল্লাহ(৩০) ও দলদলি ইউনিয়নের ইসলামপুর গ্রামের আসাদুল হকের ছেলে জাহিদ হাসান(৮) এবং শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রেফাত উল্লার ছেলে বাসেদ আলী(৯৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ দুর্ঘটনাগুলো ঘটে। 

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বারিক বলেন,মঙ্গলবার বেলা ২টায় গোমস্তাপুরের রহনপুর পৌর তেতুল মোড় এলাকায় রহনপুর থেকে আড্ডাগামী সড়কে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে আহত হন একই মোটরসাইকেলের দুই আরোহী আশিক ও আবদুল্লাহ। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে  যাবার কিছুক্ষণের মধ্যেই একজন ও ঘন্টাখানেক পরে অপর যুবকের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। ওসি আরও বলেন, দুই যুবক পরস্পর আত্মীয় এবং তারা রহনপুর থেকে ভোলাহাটে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক বলেন, গতকাল মঙ্গলবার বেলা পোনে ১টায় পোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র জাহিদ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। এসময় সড়ক পারপারের সময়  একটি ট্রলি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বেলা দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রলি ফেলে চালক পালিয়ে যান।

আরও পড়ুন

অপর দিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ন কবীর বলেন, গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ছত্রাজিৎপুর বাজার এলাকায় সোনামসজিদ মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ বাসেদ। এ সময় একটি ধান বোঝাই নসিমন গাড়ি তাকে ধাক্কা দিলে সড়কে পড়ে গিয়ে নসিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাসেদ। ঘটনার পর পুলিশ নসিমন আটক করলেও চালক পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, সকল ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এসব ঘটনায় পৃথক মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ 

রাজধানীতে সন্ধ্যা নামতেই পিঠার দোকানে বাড়ছে ভিড়

পূর্বশত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভিডিও বার্তা দিয়ে দেশ ছাড়লেন ওমর সানী

এক বছরে ৪৮ আসামি ও ৪ কোটি টাকার মাদকসহ চোরাচালানি পণ্য আটক

পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি আনোয়ারুল