ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

নড়াইলে  দাম্পত্য কলহের জেরে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা

নড়াইলে  দাম্পত্য কলহের জেরে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা

নিউজ ডেস্ক:   নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে দাম্পত্য কলহের জেরে সালমা খানম (৩০) নামে ৫ মাসের অন্তঃসত্ত্বা এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

রবিবার (১৫ জুন) সকালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে। এর আগে শনিবার (১৪ জুন) তিনি আত্মহত্যা করেন।

পুলিশ ও পরিবার জানায়, ২ বছর আগে টিকটক এর মাধ্যমে সালমা খানমের সাথে ইতনা গ্রামের শাহাবুব শেখের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছু দিন পর তারা দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সালমা খানমের আগেও একটি বিবাহ ছিল। এদিকে শাহাবুব শেখেরও স্ত্রী ও ছেলে-মেয়ে রয়েছে। সালমা খানমকে বিয়ের পর থেকে তাদের পরিবারের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। শনিবার সালমা খানম নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

নিহত সালমার মা জাহানারা বেগম জানান, তার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে তার স্বামী শাহাবুব শেখ এবং তার পরিবারের লোকজন। 

আরও পড়ুন


এসব অভিযোগের বিষয়ে সালমার দেবর টিপু শেখ জানান, তার ভাবি ৫ মাসের গর্ভবতী ছিলেন, তবে তার ভাইয়ের প্রথম পক্ষের স্ত্রী ও তিনটি ছেলে মেয়ে রয়েছে। ভাই শাহাবুব শেখ জাহাজে চাকরি করেন। সে এখন ভারতে রয়েছে। সালমা খানমকে তারা কোনো প্রকার নির্যাতন করেননি বলে দাবি করেন তিনি।  


লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবাদ জানালেন আসিফ নজরুল, হাসনাত বললেন 'ভণ্ডামি বাদ দেন'

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি

নুরের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে: প্রেস সচিব

আহত নুরুল হক নুর ঢাকা মেডিকেলে

লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার

জলকৈ-সরিয়া-প্রেমতলী সড়ক রাণীনগরে বেহাল সড়কে দুর্ভোগ গ্রামবাসীর