ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

নওগাঁর আত্রাইয়ে বাদাম চাষে ঝুঁকে পড়েছে কৃষক

নওগাঁর আত্রাইয়ে বাদাম চাষে ঝুঁকে পড়েছে কৃষক। ছবি : দৈনিক করতোয়া

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বিগত দিনের চেয়ে অধিক পরিমাণ জমিতে বাদামের চাষ হয়েছে। এবারে কৃষকরা বাদামের বাম্পার ফলনের আশা করছেন। মৌসুমের শুরু থেকে আবহাওয়া অনুকূলে থাকায় বাদামের গাছগুলোও দর্শনীয় হয়ে উঠেছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, রবি ও খরিপ-১ দুই মৌসুমে বাদামের চাষ হয়। তবে রবি মৌসুমেই বাদামের চাষ লাভজনক। এবার রবি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নে প্রায় দুইশ’ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে। এসব চাষকৃত বাদামের মধ্যে মাইচর ও বাসন্তি জাতের বাদাম এলাকায় ব্যাপকহারে চাহিদা সৃষ্টি করেছে। উপজেলার শলিয়া, মদনডাঙ্গা, গন্ডগোহালি, বৈঠাখালী ও উদয়পুরসহ বিভিন্ন বালি মাটি এলাকাতে এবার ব্যাপকহারে কৃষকরা বাদামচাষে ঝুঁকেছে।

আবহাওয়া অনুকূল ও সঠিক পরিচর্যার কারণে বাদামের গাছগুলো দর্শনীয় হয়ে উঠেছে। কোন দুর্যোগ না হলে বাম্পার ফলনের আশাবাদি তারা। জানা যায়, বাদামের ফলন ভাল হলে বিঘা প্রতি ৯ থেকে ১০ মণ হারে ফলন হয়ে থাকে। বাজারদর অনুযায়ী বোরো চাষ থেকেও বাদামের চাষ লাভজনক।

আরও পড়ুন

বৈঠাখালী গ্রামের জহুরুল ইসলাম ও আতিউল ইসলাম বলেন, এবারে আমরা ৭ বিঘা জমিতে বাদাম চাষ করেছি। বাদাম চাষ তুলনামূলক বোরো ধানের চেয়ে বেশি লাভবান। বোরো চাষে উৎপাদন খরচ অনেক বেশি অথচ দাম কম। আর বাদাম চাষে উৎপাদন খরচ একেবারেই কম অথচ দাম বেশি পাওয়া যায়। কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাদাম চাষের শুরু থেকেই আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন। তার পরামর্শ অনুযায়ী পরিচর্যা করায় আমাদের বাদামগুলো রোগবালাই মুক্ত রয়েছে।

উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার বলেন, বিভিন্ন মৌসুমী ফসল উৎপাদনে আমরা দীর্ঘদিন থেকে কৃষকদের উদ্বুদ্ধ করে আসছি। এজন্য এবারে কৃষকরা এলাকায় পূর্বের চেয়ে অনেক বেশি জমিতে বাদাম চাষ করেছে। এভাবে কৃষকরা বিভিন্ন মৌসুমী ফসল উৎপাদনে আগ্রহী হলে এলাকায় আর কোন জমি পরিত্ত্যক্ত থাকবে না। এতে করে এলাকার কৃষকরাও উপকৃত হবে এবং অর্থনৈতিক উন্নয়ন হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরীর অব্যাহত ভাঙনে ‘জলুবরের’ অস্তিত্ব হুমকির মুখে

নীলফামারীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদন্ড

রংপুরে স্বর্ণের দোকানে চুরি

বগুড়ায় ৪ আগস্টের ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৫ নেতাকর্মী রিমান্ডে

জনবল সংকটে রংপুর বিভাগের অধিকাংশ সরকারি হাসপাতাল

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা