ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন মিষ্টির দোকান থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন মিষ্টির দোকান থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র, ছবি সংগৃহীত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে সহকারী কমিশনারের (ভূমি) নাম করে বিভিন্ন মিষ্টির দোকান থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগর ডালা বাজার, রতনকান্দি বাজার এবং ডায়া বাজারের অন্তত ১৫টি দোকান থেকে টাকা তুলে তা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সোহেল রানা, দফাদার সুকুমার, মিষ্টির দোকানদার গৌতমসহ ভুক্তভোগীরা জানান, বুধবার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সোহেল রানার কাছে (০১৮৬০ ৪৯১৮৩৩) নাম্বার থেকে ফোন দিয়ে এসিল্যান্ড পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের দফাদার সুকুমারের সাথে কথা বলতে চান। পরে সুকুমারকে মোবাইল ফোনের মাধ্যমে বলা হয় ইউনিয়নের বিভিন্ন মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যেসব ব্যবসায়ী থেকে টাকা দিবেন তাদের দোকানে ভ্রাম্যমাণ পরিচালনা করা হবে না। সেই অনুযায়ী দফাদার সুকুমার নগরডালা বাজারের মিষ্টির দোকানদার সুভদ্র ও কৃষ্ণচন্দ্র রায়কে সাথে করে নগরডলা বাজারের গৌতম দাস, গোপেন, সন্তোষ মোদক এবং ময়না দত্তের মিষ্টির দোকান থেকে ১০ হাজার টাকা উত্তোলন করা হয়। একইভাবে রতনকান্দি বাজার থেকে সাদ্দাম, আরিফ, জয়নাল ও লিটনের দোকান থেকে ১০ হাজার ৩শ’ এবং ডায়া বাজার থেকে ৮ হাজার ৩শ’ টাকা উত্তোলন করে (০১৬২২৮৬৯৯৮৩) এই নম্বরে পাঠিয়ে দেওয়া হয়। টাকা পাঠানোর পর নাম্বার বন্ধ হয়ে গেলে সন্দেহ হলে ভুক্তভোগীরা শাহজাদপুর উপজেলা ভূমি অফিসে আসেন। সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান বিস্তারিত শুনে এটা প্রতারক চক্রের কাজ বলে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান বলেন, একটি প্রতারক চক্র ব্যবসায়ীদের কাছে তার পরিচয় ব্যবহার করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীদের শাহজাদপুর থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান

নূরের ওপর হামলার ঘটনায় এনসিপির বিক্ষোভ

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান