ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

বগুড়ার ধুনটে শ্রুতিলেখকের সাহায্যে এসএসসি পরীক্ষা দিয়ে রাতুলের স্বপ্ন ছোঁয়ার আশা

বগুড়ার ধুনটে শ্রুতিলেখকে এসএসসি পরীক্ষা দিয়ে রাতুলের স্বপ্ন ছোঁয়ার আশা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ডান হাত অকোজো হওয়ায় শ্রুতিলেখকের সহযোগিতায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইমরান হাসান রাতুল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন তিনি। ইমরান হাসান রাতুল উপজেলার গোপালনগর গ্রামের আব্দুল আলীমের ছেলে। তিনি খাটিয়ামারী উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। ইমরান হাসান রাতুলকে পরীক্ষার হলে শ্রুতিলেখক হিসেবে লিখে দিচ্ছেন একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী হোসাইন কবীর।

এসএসসি পরীক্ষার্থী ইমরান হাসান রাতুল জানান, গত ২৮ জানুয়ারি সিরাজগঞ্জে সীমান্ত বাজার এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেল রেখে তিনি দাঁড়িয়ে ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ তাকে ফেলে দেয়। এতে তার ডান হাতটি ভেঙে যায়। অনেক চিকিৎসার পরও ডান হাতটি অকোজা হয়ে পড়ে। ফলে লেখাপড়াসহ সব কাজকর্ম ব্যহত হয়। নিজে লিখতে না পারায় হোসাইন কবীরকে শ্রুতিলেখক নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। বাংলা বিষয়ে অনেক ভালো পরীক্ষা দিয়েছে বলে জানান। দুর্ঘটনাকবলিত প্রতিবন্ধকতাকে জয় করে জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি কিছু একটা করে বাঁচতে চান রাতুল।  

আরও পড়ুন

ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ বলেন, শিক্ষা বোর্ড থেকে অনুমতি নিয়ে ইমরান হাসান রাতুল শ্রুতিলেখক দিয়ে পরীক্ষা দিচ্ছে। নিময় অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়ে পরীক্ষায় তাকে অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হয়েছে। তার এই ইচ্ছা শক্তিকে আমরা সাধুবাদ জানাই। আশা করি সে ভালো ফলাফল করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফায়সালা: নাহিদ ইসলাম

 ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

বগুড়ার শেরপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার তিনজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে টাক্টর-ট্রলির সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত  

দিনাজপুরের নবাবগঞ্জে বোরো ধান কাটা শুরু ব্যস্ততা বেড়েছে গৃহিণীদের

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার