বগুড়ার ধুনট শহীদ মিনার চত্বরে দৃষ্টিনন্দন করে সাজানো হচ্ছে শিশু পার্ক

ধুনট (বগুড়া) প্রতিনিধি : শিশু,অভিভাবক ও ভ্রমণ পিপাসুদের নজর কাড়তে ধুনট উপজেলা সদরে নির্মানাধীন শিশু পার্কটি দৃষ্টিনন্দন করে সাজানো হচ্ছে। ইতোমধ্যে শহরের কেন্দ্রীয় শহীদ চত্বর এলাকায় স্থাপিত পার্কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নির্মাণ কাজ শেষ হলে একটু বিনোদনের জন্য ছুটির দিনগুলোতে অভিভাবকরা ঘরবন্দি শিশুদের নিয়ে ঘুরতে যেতে পারবেন এই বিনোদন কেন্দ্রে। এর সুবিধা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও ভোগ করতে পারবে।
জানা গেছে, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার দীর্ঘদিনের ময়লা-আবর্জনার ভাগাড় সরিয়ে সেখানে দৃষ্টি নন্দন শিশু পার্ক নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে পার্কের পুকুর পাড়ে বসানো হয়েছে বিভিন্ন খেলার উপকরণ ও বসার বেঞ্চ। হাঁটার জন্য রাখা হয়েছে খোলা জায়গা। এতে খুশি এলাকাবাসি। এলাকাবাসির বহু আকাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নের পথে এক অনন্য মাইলফলক স্পর্শ করবে এই শিশু পার্কটি। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই শিশু পার্কটি নির্মাণ করা হচ্ছে।
এটি ছিল স্থানীয়দের দীর্ঘদিনের দাবির একটি। শিশুদের খেলাধুলা, মানসিক বিকাশ ও নিরাপদ বিনোদনের জন্য একটি পূর্ণাঙ্গ শিশু পার্ক নির্মাণ অত্যন্ত জরুরি ছিল। উপজেলা প্রশাসনের এমন জনবান্ধব পদক্ষেপে সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরও পড়ুনধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা বলেন, দীর্ঘদিন পর হলেও শিশুদের জন্য একটি নতুন স্বপ্নের সূচনা হতে যাচ্ছে। ছেলেমেয়েদের জন্য এই শিশু পার্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল শিশু বিনোদন কেন্দ্রের জন্য নির্মাণ করা হোক একটি শিশু পার্ক। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই। এজন্য চাই অল্প দিনের মধ্যে পার্কটি নির্মাণ কাজ শেষ করা হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে এই পার্ক নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি সকলের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে পার্কটির নির্মাণ কাজ শেষ করতে পারবো।
মন্তব্য করুন