ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর আত্রাইয়ে চার কিলোমিটার রাস্তা পাকাকরণের অভাবে জনদুর্ভোগ

নওগাঁর আত্রাইয়ে চার কিলোমিটার রাস্তা পাকাকরণের অভাবে জনদুর্ভোগ। ছবি সংগৃহীত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ৪ কিলোমিটার রাস্তা পাকাকরণের অভাবে দুর্ভোগের শিকার হাজার হাজার মানুষ। রাস্তাটি পাকা না হওয়ায় যুগ যুগ ধরে অবহেলিত হয়ে পড়ে রয়েছে ওই এলাকার কয়েক গ্রামের মানুষ। জানা যায়, আত্রাই উপজেলার হাটকালুপাড়া মধ্যপাড়া পাকা রাস্তা হতে হুলিখালী স্লুইচগেট পর্যন্ত রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা।

এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাচল করে থাকেন। হাটকালুপাড়া গ্রামের প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তা নিয়ে দীর্ঘ ৩০ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এ রাস্তাটি হাটকালুপাড়া গ্রামবাসীর যোগাযোগের প্রধান মাধ্যম হলেও রাস্তাটির বেহাল দশার কারণে তাদের জীবনযাত্রা দুর্বিসহ হয়ে পড়েছে।

এলাকাবাসী জানান, প্রায় ৩০ বছর আগে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ফকিন্নি নদীর বন্যার পানি রোধে বেরি বাঁধ নির্মাণ করা হয়। এ বেরি বাঁধটিই বর্তমানে এলাকাবাসীর যোগাযোগের রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাস্তার দুই পাশে বিলসতীবিলের হাজার হাজার বিঘা জমিতে কৃষকরা ফসল ফলান। কিন্তু রাস্তা পাকা না হওয়ায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতে হয় দ্বিগুণ খরচ দিয়ে। রাস্তাটি পাকাকরণ করা হলে পারশিমলা, হাটকালুপাড়া, হুলিখালি, মীরপুর বাজারপাড়া, চকশিমলা, বড়শিমলা, সন্যাসবাড়ি, বান্দাইখাড়া এলাকার হাজার হাজার মানুষ যোগাযোগের সুফল ভোগ করতে পারবে।

আরও পড়ুন

এদিকে বিশাল জনঅধ্যুষিত হাটকালুপাড়া গ্রামে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা ও একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও ভালো রাস্তা না থাকায় শিক্ষার্থীসহ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আমরা দীর্ঘদিন থেকে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসছি। জাতীয় ও আঞ্চলিক নির্বাচনের সময় অনেকেই কথা দেন। কিন্তু নির্বাচনের পর আর কেউ তাকিয়ে দেখেন না।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, আমরা ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা ও জেলাতে এ রাস্তাটি পাকাকরনের আবেদন জানিয়েছি। বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে রাস্তাটি দ্রুত পাকাকরণ করা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব