ভিডিও শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

রাজধানী ডেমরায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানী ডেমরায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক:  রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় মোহাম্মদ ওবায়দুর রহমান (২৭) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে মীরপাড়া সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে । পরে পথচারীরা আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী জীবন মিয়া জানান, ডেমরা মীরপাড়া সিএনজি পাম্প এলাকায় ওয়াসিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাইককে পিছন থেকে ধাক্কা দেয় এতে রাস্তার পাশে পড়েগিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত জানান।

আরও পড়ুন

নিহতের ভাই মোহাম্মদ কেফায়েতুল্লাহ আজ সকাল সোয়া ১০ টার দিকে ( মেক) হাসপাতালের  জরুরি বিভাগে এসে বর ভায়ের লাশ সনাক্ত করেন। তিনি বলেন, “আজ সকালে যাত্রাবাড়ী বাসা থেকে বের হয়ে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। পরে আমরা ট্রাফিক পুলিশ সার্জেন্টের মাধ্যমে খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে ভাই এরা লাশ শনাক্ত করি। আমাদের বাসা যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়া মুন্সিবাড়ি এলাকায়। আমাদের বাবা মুন্সী আব্দুর রউফ।”


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

হাঁস পালন করে সচ্ছলতা এনেছেন কামরুন নাহার

‘সেরা রাঁধুনী’ প্রতিযোগিতার প্রথম রানার আপ বগুড়ার মেয়ে তামান্না সংবর্ধিত

জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির অবদান ছিল সবচেয়ে বেশি: জুলাই বর্ষপূর্তিতে বিএনপির নেতাকর্মীরা | BNP

অনেক রাতে আসিফ নজরুল আমার বাসায় আসতেন গোপন কথা বলার জন্য: উপদেষ্টা রিজওয়ানা | Daily Karatoa

এশিয়া কাপে বাংলাদেশের আম্পায়ার থাকবেন যারা