র্যাব-১৩'র অভিযানে চাঞ্চল্যকর ভ্যান ছিনতাইসহ হত্যার ঘটনায় ৩ জন আসামী গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : র্যাব-১৩’র অভিযানে রংপুরের তারাগঞ্জ থানার চাঞ্চল্যকর ভ্যান ছিনতাইসহ হত্যার ঘটনায় ৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে র্যাব ১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, গত ২৭ জুলাই সন্ধ্যায় ভিকটিম মোঃ ইরফান ওরফে আরমান আলী বাবু তার বাবার ভ্যান নিয়ে বুড়িরহাট বাজারের দিকে যায়। পরবর্তীতে ভিকটিম রাতে বাসায় না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। খোঁজাখুজির এক পর্যায়ে গত ২৯ জুলাই সকালে বাদীর ভাগনী আনিছা বেগম মোবাইল ফোনে জানায় তার ছেলে ইরফান ওরফে আরমান আলী বাবু এর গলাকাটা মৃতদেহ ২নং কুর্শা ইউনিয়নের বাঁশঝাড়ের পার্শ্বে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করায় র্যাব-১৩ সিপিএসসি, রংপুর ক্যাম্পের আভিযানিক দল গত বুধবার রাতে জেলার বদরগঞ্জ থানার মধুপুর ইউনিয়ন বোটঘর গ্রামে অভিযান পরিচালনা করে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত ৩ জন পলাতক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, নীলফামারী জেলার উত্তম মোশারফ পূর্ব পাড়ার হোসেন আলীর পুত্র মোঃ শরিফুল (২২), বিস্মরি চাঁদের হাট গ্রামের মৃত আকিবার হোসেনের পুত্র মো: বাবু (২৫) ও পঞ্চপুকুর গ্রামের মো: রফিকুলের পুত্র মো: রবি (২২)। অভিযানে আলামতের মধ্যে ওয়্যারলেস সেট- ১ টি, মোবাইল-৩ টি ও নগদ- ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে আসামীদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন