ভিডিও শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

সেই অপ্রাপ্তবয়স্ক মেয়েকে অন্যত্র বিয়ে

রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রী পালিয়ে বিয়ে করায়  বাবার মামলায় ছেলে জেলহাজতে 

রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রী পালিয়ে বিয়ে করায়  বাবার মামলায় ছেলে জেলহাজতে 

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে প্রেমিকের হাত ধরে পালিয়ে বিয়ে করে নবম শ্রেণির শিক্ষার্থী। কিন্তু বাবার দেওয়া মামলায় ওই শিক্ষার্থীর প্রেমিক স্বামী জেলহাজতে থাকলেও পরিবারের চাপে পড়ে ওই শিক্ষার্থী এখন দ্বিতীয় স্বামীর সংসারে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপালপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর এলাকায়।

জানা যায়, ওই এলাকার নবম শ্রেণি পড়ুয়া মেয়ে একই এলাকার আলাল হোসেনের ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা দু’জনই অপ্রাপ্ত বয়স্ক। কিন্তু মেয়ের বাবার কারণে তারা চলতি বছরের ২০ এপ্রিল বাড়ি থেকে পালিয়ে যায় এবং এফিডেভিট করে বিয়েটাও সেরে ফেলে। কিন্তু এটা কোনভাবেই মানতে পারেননি মেয়ের পরিবার। ফলে মেয়ের বাবা ওই ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় মেয়েকে নাবালিকা বলে উল্লেখও করা হয়েছে। বদরগঞ্জ থানা পুলিশ ঢাকা থেকে ছেলে ও মেয়েকে উদ্ধার করে এবং আদালতের নির্দেশে ছেলেকে জেলহাজতে পাঠানোর পাশাপাশি মেয়েকে তার বাবা-মার হাতে তুলে দেওয়া হয়। তখন থেকে ছেলেটি জেলহাজতে রয়েছে।

এদিকে, গত ১ আগস্ট মেয়ের বাবা অন্য একটি ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ, আদালতে তার স্বীকারোক্তি মোতাবেক অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে আদালত থেকে নিয়ে এসে তিন মাস যেতে না যেতেই সেই নাবালিকা মেয়েকে আরেকটি ছেলের সাথে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, আর ওই ছেলেকে মামলা দিয়ে হাজতে রেখেছেন।

আরও পড়ুন

ওই ছেলের মামা মহসিন আলী বলেন, শাহিনুরের একটাই আপত্তি ছিল মেয়ের বয়স হয়নি। একারণে সে মামলা দিয়ে আমাকেসহ পরিবারের পাঁচজনকে হাজত খাটিয়েছে। অথচ সেই শাহিনুর নিজেই নাবালিকা মেয়ের বিয়ে দিয়ে চুপচাপ বসে আছে।

গোপালপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বলেন, মেয়েটির পক্ষ থেকে একটি তালাকনামা হাতে পেয়েছি। ওই বিয়েটি বাল্যবিয়ে ছিল এতে কোন সন্দেহ নেই। তবে সেই ঘটনার পুনরাবৃত্তিতে আমি হতাশ। তিনি বলেন, আমি বিয়ে বন্ধ করতে ঘটনাস্থলে যখন গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম তার আগেই বরপক্ষ মেয়েকে নিয়ে চলে গেছে। 
এ বিষয়ে মেয়ের বাবা বলেন, তিন মাস আগে আমার মেয়ের একটি ঘটনা ঘটেছিল। সেজন্য তাড়াতাড়ি করে বিয়ে দিয়েছি। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জুলাই স্মরণে আলোকচিত্র ভিডিও প্রদর্শনীর পুরস্কার বিতরণ

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে হত্যা

বিচ্ছেদের পথে সাইফ-কারিনার সম্পর্ক!

বগুড়ায় ডাবলু-আমিনুল সহ তিনজন শোন এ্যারেস্ট 

গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি চেয়েছেন প্রবাসী জুলাই যোদ্ধারা 

প্রিয়াংকার রহস্যঘেরা পোস্ট