প্রিয়াংকার রহস্যঘেরা পোস্ট
_original_1754583086.jpg)
শাহরুখ খান জাতীয় মঞ্চে সম্মানিত হওয়ার পর থেকেই একের পর এক রহস্যময় পোস্ট করছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। এমনিতে খুবই ভালো মানুষ। কিন্তু একবার অসম্মান করলেই আর কোনো আপস করেন না তিনি।
প্রিয়াংকার রহস্যময় পোস্টে উঠে এলো এমনই বার্তা। কেউ অসম্মান করলে তাকে জীবন থেকে বাদ দিয়ে দিতে দু’বার ভাবেন না প্রিয়াংকা। প্রায়ই নানা রকমের অনুপ্রেরণামূলক উক্তি ভাগ করে নেন অভিনেত্রী। তেমনই একটি উক্তি সম্প্রতি নিজের সমাজমাধ্যমে ভাগ করেছেন প্রিয়াংকা।
সেখানে লেখা- সাধারণত আমি খুবই ভালো এবং বুঝদার মানুষ। কিন্তু একবার আমাকে অসম্মান করে দেখুন। আপনি বুঝে যাবেন, কেন আমার জীবনে মাত্র তিনটি বন্ধু। এই উক্তি ভাগ করে নিয়ে প্রিয়াংকা নিজে লিখেছেন, আর কেউ এই উক্তির সঙ্গে নিজের জীবনের কোনো মিল খুঁজে পাচ্ছেন?
আরও পড়ুনশাহরুখ সম্মানিত হওয়ার পরের দিনই প্রিয়াংকা একটি উক্তি ভাগ করে নেন। সেখানে লেখা ছিল- গোবেচারা হওয়ার চেয়ে বেয়াদব হওয়া ভালো। এই পোস্টের সঙ্গে একটি গ্রাফিক ছবি ভাগ করে নেন তিনি এবং সেই ছবির সঙ্গে নেটাগরিক রেখার মিলও খুঁজে পান।
মন্তব্য করুন