ভিডিও শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

মাদারীপুরে এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে জেলার শিবচর উপজেলার বন্দরখোলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মমিন উদ্দীন খান (৭০)। তিনি একই উপজেলার চর বাচামারা জাহেদ আলী মুন্সীকান্দি গ্রামের মৃত সোনামউদ্দিন খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মমিন উদ্দিন শিবচর উপজেলার বন্দরখোলা বাসস্ট্যান্ড এলাকা দিয়ে এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হাইওয়ে পুলিশ। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটিকে জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে নিয়ে ‘নেতিবাচক মন্তব্যে’ ক্ষুব্ধ অপূর্বর প্রাক্তন স্ত্রী

সিরাজগঞ্জের তাড়াশে দুই লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে দিল প্রশাসন

পাউরুটি দিয়ে বানাতে পারেন নাগেটস

বগুড়া আদমদীঘির সাজাপ্রাপ্ত আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

নওগাঁয় সাড়া ফেলেছে বর্ষাকালীন কালো তরমুজ

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ফাঁসির ৩ আসামির পালানোর চেষ্টা