বগুড়া আদমদীঘির সাজাপ্রাপ্ত আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি থানা পুলিশ ছিনতাই মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মনির হোসেন ওরফে মুন্নাকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ আদমজী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনির হোসেন মুন্না সান্তাহার পৌর এলাকার আমির হোসেনের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, সান্তাহার পৌর এলাকার আমির হোসেনের ছেলে মনির হোসেন ওরফে মুন্নার বিরুদ্ধে আদমদীঘি থানায় ২০১৭ সালের ছিনতাই মামলায় বগুড়া দ্রুত বিচার আদালতের বিচারক মুন্নাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
আরও পড়ুনসে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। আদমদীঘি থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার নারায়ণগঞ্জ আদমজী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। ধৃত আসামি মনির হোসেন েমুন্নাকে আজ শুক্রবার (৮ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন