ভিডিও শনিবার, ০৯ আগস্ট ২০২৫

পাকিস্তান থেকে এবার কপিল শর্মাকে হুমকি

পাকিস্তান থেকে এবার কপিল শর্মাকে হুমকি, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : সালমান খানকে একাধিকবার খুনের হুমকি, সাইফ আলি খানের ওপর অক্রমণের রেশ কাটতে না কাটতেই এবার প্রাণনাশের হুমকি পেলেন কপিল শর্মা। 

হুমকি ইমেলে লেখা হয়েছে, ‘আমরা আপনার সাম্প্রতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। আমাদের মনে হয়েছে, একটা গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় আপনাদের নজরে আনি। এটা কোনও পাবলিসিটি স্টান্ট বা আপনাকে হয়রানি জন্য পাঠানো হচ্ছে না। আমরা আপনাকে এই বার্তাটিকে অত্যন্ত গুরুত্ব এবং গোপনীয়তার সঙ্গে বিবেচনা করার জন্য অনুরোধ করছি।’ ইমেইলটি বিষ্ণু নামের একজন পাঠিয়েছে।  

 ‘কমেডি নাইটস উইথ কপিল’ শো কপিল শর্মাকে ভারতের অন্যতম বিশিষ্ট কৌতুক অভিনেতা করে তুলেছিলো। সম্প্রতি, তিনি নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ চালু করেছেন। যেখানে আমির খান এবং রণবীর কাপুরের মতো তারকাদের দেখা যায়। মুম্বাই পুলিশ জানিয়েছে, কপিল শর্মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে কারণ, তার শো-টি সালমান খান স্পনসর করেছেন। এই ঘটনায় মুম্বাইয়ের আম্বোলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫১(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কপিল শর্মা ও তার দলকে নিরাপত্তা দেওয়া হবে।

আরও পড়ুন

আম্বোলি পুলিশ খতিয়ে দেখেছে যে আইডি থেকে ইমেল পাঠানো হয়েছে সেটা পাকিস্তানের। এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে সেদেশের সরকারের সাহায্য চাওয়া হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে পাটের বাম্পার ফলন

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজলী জাতের মরিচ চাষে সাড়া ফেলেছেন মোস্তফা

সিরাজগঞ্জে টানা বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত

চাঁপাইনবাবগঞ্জের প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

নওগাঁর দুই সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

শিক্ষার্থীদের উদ্যোগে আবর্জনামুক্ত বেড়ার একমাত্র বিনোদনকেন্দ্র