ভিডিও মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

লালমনিরেহাটে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার

লালমনিরেহাটে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারটারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন-উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারটারী গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে অলি মিয়ার মা শরিফা বেগম এবং স্ত্রী ছকিনা বেগমের মধ্যে ঝগড়া হয়। পরে বিষয়টি অলি জানতে পেরে তার মায়ের সঙ্গে ঝগড়া করে। এতে মা শরিফা ছেলের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার দেন। বিচার দেওয়ার বিষয়টি জানতে পেরে সেদিন সন্ধ্যা পর্যন্ত ঘরের দরজা বন্ধ করে রাখে স্বামী-স্ত্রী। পরে তাদের কোনো সাড়া না পেয়ে দরজা খুলে একই রশিতে ঝুলে থাকা দুজনের মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, পারিবারিক কলহের জেরে তারা আত্নহত্যা করেছে।

আরও পড়ুন

হাতীবান্ধা থানার ওসি মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যালন ডি’অর জয়ে হ্যাটট্রিক বোনমাতির

কুড়িগ্রামের উলিপুরে রান্নাঘরে নারী ইউপি সদস্যের গলাকাটা মরদেহ 

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা

কমেডি গল্পে আসছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’

হত্যার দায়ে পিরোজপুরে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালীতে ৮০টি ইলিশ বিক্রি হলো দুই লাখ ১৩ হাজার টাকায়