হাসপাতালে ভর্তি নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু

দেশ বরেণ্য চলচ্চিত্র পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু অসুস্থ। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। চোখের সমস্যায় ভুগছেন তিনি। এরইমধ্যে চোখে একটি অপারেশন করা হয়েছে তার। নির্মাতার পরিবার সূত্রে জানা গেছে, ঝন্টুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
এদিকে নির্মাতা প্রযোজক এম এন ইস্পাহানি সোশ্যাল মিডিয়া ফেসবুকে নির্মাতা ঝন্টুর শারীরিক অবস্থা তুলে ধরেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৪ মিনিটে ফেসবুকে তিনি লিখেছেন, ‘দেলোয়ার জাহান ঝন্টু একজন পরিপূর্ণ সাদা মনের মানুষ। আল্লাহর রহমতে সাকসেসফুলি চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। দোয়া করবেন।’
এ নির্মাতা তার পোস্টে হাসপাতালের বিছানায় শয্যাশায়ী ঝন্টুর কয়েকটি ছবিও পোস্ট করেছেন। সেই পোস্টটি নজর কেড়েছে সিনমোপ্রেমী ও নেটিজেনদের। মন্তব্যের ঘরে তারা নির্মাতার সুস্থতা কামনা করেছেন।
এছাড়া মন্তব্যের ঘরে জনপ্রিয় খল-অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর লিখেছেন, ‘অনেক দোয়া...’। আবার চলচ্চিত্র অভিনেত্রী রিয়ানা পারভিন পলিও দোয়া প্রার্থনা করেছেন নির্মাতা ঝন্টুর জন্য।
আরও পড়ুনপ্রসঙ্গত, চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সক্রিয় নির্মাতা ঝন্টু। এ পর্যন্ত ৮৮টি সিনেমা পরিচালনা করেছেন তিনি, যা বাংলাদেশি সিনেমায় কোনো একক পরিচালকের সর্বাধিক সিনেমা। আবার সাড়ে তিন শতাধিক সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন।
বর্তমানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণে যুক্ত রয়েছেন তিনি। সিনেমাটি নিজেই পরিচালনা করছেন। এতে তার সঙ্গে রয়েছেন ওপার বাংলার নির্মাতা রাজীব বিশ্বাস। সার্বিক তত্বাবধানে রয়েছেন কিবরিয়া। প্রযোজক অন্তর শোবিজের কর্ণধার স্বপ্ন চৌধুরী।
মন্তব্য করুন