ভিডিও শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

টয়লেটের ফ্লাশ নষ্ট, এক ঘণ্টা আকাশে উড়ে ঢাকায় ফিরলো বিমান

টয়লেটের ফ্লাশ নষ্ট, এক ঘণ্টা আকাশে উড়ে ঢাকায় ফিরলো বিমান

টয়লেটের ফ্লাশ নষ্ট থাকায় উড়োজাহাজে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ কারণে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে বাংলাদেশ বিমানের আবুধাবিগামী ফ্লাইট বিজি-৩২৭।

শুক্রবার (৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে। রাত ১২টা ২৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি। কিন্তু উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ বিকল থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। বিষয়টি নজরে এলে পাইলট ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

 

পরে রাত ১টা ৩১ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি। এরপর রাত ৩টা ৩৮ মিনিটে বিকল্প আরেকটি উড়োজাহাজে যাত্রীদের আবুধাবি পাঠানো হয়।

আরও পড়ুন

 

সূত্র জানায়, যাত্রী পরিবহনের জন্য ব্যবহার করা বিকল্প উড়োজাহাজটি মূলত ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত ছিল। ফলে নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি ব্যাংককগামী ফ্লাইটটি। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সেই ফ্লাইটটি শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে।

এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ৬ আগস্ট বিমানের আরেকটি ব্যাংককগামী ফ্লাইট উড্ডয়নের এক ঘণ্টা পর ইঞ্জিনে অস্বাভাবিক কম্পনের কারণে ঢাকায় ফিরে আসে। সেদিনও যাত্রীদের বিকল্প উড়োজাহাজে গন্তব্যে পাঠানো হয়। একই রকম ঘটনা ঘটেছিল ২৮ জুলাই, দাম্মামগামী একটি বোয়িং ৭৭৭-ইআর ফ্লাইটেও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজলী জাতের মরিচ চাষে সাড়া ফেলেছেন মোস্তফা

সিরাজগঞ্জে টানা বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত

চাঁপাইনবাবগঞ্জের প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

নওগাঁর দুই সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

শিক্ষার্থীদের উদ্যোগে আবর্জনামুক্ত বেড়ার একমাত্র বিনোদনকেন্দ্র

বগুড়ায় পুলিশের চাকরি দেয়ার নামে ১৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা, দুই প্রতারক গ্রেফতার