ঘটনার পর শুক্রবার (৮ আগস্ট) দুপুরে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১

সিলেট মহানগরে কোতোয়ালি মডেল থানার কয়েক শ গজ দূরে কিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তির নাম নাঈম আহম্মদ রজব (১৯)। তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের মনাফ মিয়ার ছেলে। নগরের শামীমাবাদ এলাকার ১ নম্বর গলিতে তিনি বসবাস করেন।
আরও পড়ুনসিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন বলেন, ছিনতাইকারী ছুরি মেরে প্রকাশ্যে সবার সামনে দিয়ে পালিয়ে যান। তাঁর হাতে ধারালো অস্ত্র ছিল। কেউ যদি তাঁকে আটকানোর চেষ্টা করেন, তাহলে তাঁকেও ছুরি মারার হুমকি দিয়েছিলেন ওই ব্যক্তি।
মন্তব্য করুন