ভিডিও শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

হাঁস পালন করে সচ্ছলতা এনেছেন কামরুন নাহার

হাঁস পালন করে সচ্ছলতা এনেছেন কামরুন নাহার

নিজের আলোয় ডেস্ক ঃ হাঁস পালন করে কামরুন নাহার এখন সফল উদ্যোক্তা। আগে তিনি মুরগি পালন করতেন, কিন্তু নানা রোগে মুরগি মারা যাওয়ায় তার অনেক ক্ষতি হয়। পরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরামর্শে তিনি ‘পিকিং স্টার ১৩’ জাতের হাঁস পালন শুরু করেন। শুরুতে একটু ভয় থাকলেও ছয় মাসের মধ্যেই তিনি ভালো ফল পান।

ফরিদপুরের কোমরপুর গ্রামের গৃহিনী কামরুন নাহার জানান, এই জাতের হাঁস পানি ছাড়াই খাঁচায় সহজে পালন করা যায়। মাত্র ৪৫ দিনে হাঁসের ওজন হয় ৩ থেকে ৪ কেজি। প্রতিকেজি হাঁস বিক্রি হয় ৩৫০ থেকে ৪০০ টাকায়। এতে খরচ কম, লাভ বেশি। তার হাঁস এখন ফরিদপুর ছাড়িয়ে আশপাশের জেলাতেও সরবরাহ হচ্ছে। তিনি জানান, ভবিষ্যতে ৫০০ থেকে ১ হাজার হাঁস পালনের পরিকল্পনা আছে।

শুধু হাঁস নয়, তিনি ভার্মি কম্পোস্ট সার তৈরিও শুরু করেছেন এবং এটিতেও সফল হয়েছেন। কামরুন নাহার স্থানীয় একটি সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে ৫০টি হাঁসের বাচ্চা দিয়ে শুরু করেন। প্রথম দফায় ৪৮টি হাঁস বিক্রি করে ৪৮ হাজার টাকা আয় করেন। এরপর ২০০টি বাচ্চা নিয়ে বড় পরিসরে হাঁস পালন শুরু করেন।

আরও পড়ুন

প্রতিবেশী খায়রুন সুলতানা বলেন, কামরুন নাহারের খামার থেকেই আমরা সহজে ভালো হাঁস কিনতে পারি। তার খামার এখন গ্রামে অনেকের কাছে পরিচিত।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর আত্রাইয়ের জাতোপাড়াবাসীর অর্থায়নে রাস্তা সংস্কার

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ২

ছেলেকে নিয়ে ‘নেতিবাচক মন্তব্যে’ ক্ষুব্ধ অপূর্বর প্রাক্তন স্ত্রী

সিরাজগঞ্জের তাড়াশে দুই লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে দিল প্রশাসন

পাউরুটি দিয়ে বানাতে পারেন নাগেটস

বগুড়া আদমদীঘির সাজাপ্রাপ্ত আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার