সোনাহাটা-বাগবাড়ি জনগুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ, ঠিকাদারের মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ঠিকাদারের মামলার কারণে ধুনট উপজেলার সোনাহাটা-বাগবাড়ি জনগুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সড়কের সংস্কার কাজ বন্ধের কারণে চলাচলের অনুপযোগী হয়ে লাখ লাখ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার সোনাহাটা থেকে বাগবাড়ি সড়কের বেড়েরবাড়ি বাঙ্গালি নদীর সেতু পর্যন্ত সোয়া তিন কিলোমিটার পাকা সড়ক।
এই অংশে সড়কটি সংস্কার কাজের জন্য ২০২৩-২০২৪ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে দরপত্র আহবান করা হয়। এই কাজের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে সড়ক সংস্কার কাজ পেয়েছিল বরেন্দ্র এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠান। গত জুলাই মাস থেকে সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্ত ঠিকাদারের লাইসেন্সের কাগজপত্রে ত্রুটির কারণে কার্যাদেশ প্রাপ্তিতে জটিলতার সৃষ্টি হয়।
এ কারণে কাজ পাওয়া ঠিকাদার আদালতে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে সড়কের সংস্কার কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানিয়েছে, পিচঢালা সড়কটি একেবারে খানাখন্দে ভরা। এ কারণে জনগুরুত্বপূর্ণ সড়কটিতে প্রতিনিয়ত ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল উল্টে পঙ্গুত্ববরণ করেছে অনেকেই। সংস্কারের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে সড়কটি।
আরও পড়ুনস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ধুনট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ঠিকাদারের দায়ের করা মামলাটি দ্রত সময়ের মধ্যে নিষ্পত্তির চেষ্টা চলছে। মামলা নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গে সড়ক সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন