ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর মান্দায় অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার, ছবি: প্রতিকী।

মফস্বল ডেস্ক : নওগাঁর মান্দা উপজেলায় এক অজ্ঞাত পরিচয় নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের অদূরে পাকা রাস্তার পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে রক্তের দাগ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনসুর রহমান বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে ডাকা হয়েছে। তিনি জানান, মরদেহের পরিচয় শনাক্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। আঙুলের ছাপ সংগ্রহসহ বৈজ্ঞানিক উপায়ে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীর মৃত্যু হত্যাজনিত হতে পারে। তবে চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে ১২ দফা অনিয়মের অভিযোগ তুললো ছাত্র ইউনিয়ন

এখনও ফাইনাল খেলা সম্ভব : জাকের আলী

তেহরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না : পেজেশকিয়ান

বেশকিছু অঞ্চলে বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

দেশে সারের কোনো সংকট নেই, দাম বাড়ানো হবে না : কৃষি উপদেষ্টা

‘কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান’