ভিডিও বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের, ছবি: প্রতিকী।

মফস্বল ডেস্ক : দিনাজপুরের হাকিমপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে নূরবানু বেগম (৪৭) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে ওয়াজেদকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার আলিহাট ইউনিয়নের হরিহরপুর পালশা পাঠানপাড়া গ্রামে। নিহত নূরবানু ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

প্রতিবেশী সুমা আক্তার জানান, বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ছেলে ওয়াজেদ মায়ের কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। এ নিয়ে তর্কের একপর্যায়ে ওয়াজেদ লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন নূরবানু। আহত অবস্থায় প্রথমে তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে জয়পুরহাট হয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ওয়াজেদ মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য প্রায়ই মায়ের কাছে দাবি করত। টাকা না দিলে মাকে মারধরও করত। বুধবার দুপুরে মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন নূরবানু এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর রাতেই ঘাতক ছেলে ওয়াজেদকে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে ১২ দফা অনিয়মের অভিযোগ তুললো ছাত্র ইউনিয়ন

এখনও ফাইনাল খেলা সম্ভব : জাকের আলী

তেহরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না : পেজেশকিয়ান

বেশকিছু অঞ্চলে বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

দেশে সারের কোনো সংকট নেই, দাম বাড়ানো হবে না : কৃষি উপদেষ্টা

‘কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান’