ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

এক গুণী শিক্ষক ফাতেমা পারভীনের গল্প

এক গুণী শিক্ষক ফাতেমা পারভীনের গল্প

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) ঃ ফাতেমা পারভীন এখন শুধু সৈয়দপুর নয় নীলফামারী জেলার গুণী শিক্ষক। প্রাথমিক বিদ্যালয় স্তরে গুণী শিক্ষক বাছাই-২০২৫ পর্বে তিনি জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। সৈয়দপুর শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা। জেলা পর্যায়ে গুণী শিক্ষক বাছাইপর্বে সৈয়দপুর শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন প্রধান শিক্ষক ক্যাটাগরিতে নীলফামারী জেলা পর্যায়ে গুণী শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন। নীলফামারী জেলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রবিউল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

প্রধান শিক্ষক ফাতেমা পারভীন ২০০৩ সালে প্রথম চাকরিতে যোগদান করেন। প্রধান শিক্ষক পদে তার প্রথম কর্মস্থল ছিল সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলী নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে তিনি গত ২০০৭ সালে সৈয়দপুর শহরেরি ফ্র আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে বদলী হয়ে আসেন। আর সেই থেকে তিনি শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন

এর আগে প্রধান শিক্ষক ফাতেমা পারভীন ২০১৫ সালে নীলফামারী জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষাপদক লাভ করেন। এছাড়াও তিনি ২০১৮ সালে  সৈয়দপুর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষাপদক অর্জন করেন। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী ফাতেমা পারভীন। বর্তমানে তিনি সৈয়দপুর শহরের কয়ানিজ পাড়ায় বসবাস করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে জানা গেল কোথায় আছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউপির সাবেক সদস্য জহুরুল ইসলামের রহস্যজনক মৃত্যু

নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা

সুখাইড়ের সেই ছেলেটিই আজকের অনির্বাণ

সুখাইড়ের সেই ছেলেটিই আজকের অনির্বাণ

১০ জন নিয়েও মোহামেডানকে হারিয়ে শিরোপা বসুন্ধরা কিংসের