ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে নওরিনের সোয়াকিং গার্লস

নিজের আলোয় ডেস্ক : ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে কাজ করছেন নওরিন হাবিব। সাধারণতঃ নারী উদ্যোক্তারা বুটিকস, নানা রকমের গহনা, কসমেটিকস, পার্লার, ফুড, পোল্ট্রি বা কৃষি নিয়ে কাজ করলেও নওরিন তারচে ব্যতিক্রম। তিনি কাজ করছেন জুতা শিল্প নিয়ে।
জুতার বিবর্তনের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ইতিহাসের পাতায় যুক্ত হয়েছেন নওরিন। তার প্রতিষ্ঠানের নাম সোয়াংকি গার্লস। সোয়াংকি শব্দের অর্থ চটপটে। আর গার্ল অর্থ মেয়ে বা কিশোরী। মূলত নারীদের জন্য বিভিন্ন ধরনের জুতা তৈরি করেন নওরিন।
নওরিন ও তার সোয়াংকি গার্লস : আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্থাপত্য বিষয়ে লেখাপড়া শেষ করে নওরিন শুরু করেন নিজের ব্যবসা। জুতা নিয়ে একটু বাড়তি ভাবনা ছিল তার ছোটবেলা থেকেই। বিদেশে গেলে অন্য কিছু নিলেও এক জোড়া জুতা তার চাই। রঙিন ও ট্রেন্ডি ডিজাইনের প্রতি ছিল তার তীব্র আকর্ষণ। দেশে ফিরে দেখতেন জুতার ডিজাইনগুলো একঘেয়ে! তখনই মনে হতো জুতার ‘কিছু একটা বদলানো দরকার’।
সেই ভাবনা থেকে শুরু তার সোয়াংকি গার্লসের পথ চলা। সেখানে নারীর চোখ দিয়ে নারীর প্রয়োজন ও স্টাইল দেখা হয়। এখন তার সঙ্গে কাজ করছেন আরও পাঁচজন। নওরিন দেখেন ডিজাইন ও বিপণন। তার স্বামী সামলান অর্ডার ও ক্লায়েন্ট। আর বাকি তিনজন প্যাকিংয়ের কাজ করেন।
বোহিমিয়ান ঘরানা, বাঙালির ছোঁয়া : নওরিনের দাবি, সোয়াংকি গার্লসের জুতাগুলো শুধু আরামদায়ক নয়, সেগুলোর নকশায় ফুটে ওঠে বোহিমিয়ান ঘরানার ডিজাইন। ট্রেন্ডি লুক, নরম আর রঙের খেলায় ছোঁয়া প্রতি জোড়া জুতা যেন একেকটি ছোটগল্প বলে। নওরিন বলেন, ‘আমরা এমনভাবে ডিজাইন করি, যেন সব বয়সের নারীরা সেটা পরতে পারেন। ভার্সিটি গোয়িং, অফিস গোয়িং, এমনকি নিউ মম বা সিনিয়র নারীরাও আমাদের গ্রাহক।’ ডিজাইন যতই ইউনিক হোক, দামটা সব সময় সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেন নওরিন। কারণ, তিনি চান তার তৈরি জুতা সবার ব্যবহারযোগ্য হয়ে উঠুক। নওরিনের জুতার সর্বনিম্ন দাম ৮০০ টাকা আর সর্বোচ্চ ১ হাজার ৫৫০ টাকা।
উদ্যোক্তা বলে আত্মবিশ্বাসী : নওরিন বলেন, ‘একজন নারী হিসেবে আমি এই ইন্ডাস্ট্রিতে খুব আত্মবিশ্বাসী। আমার ভিশন, আমার অনুভব, আমার দেখার দৃষ্টিভঙ্গি আমাকে আলাদা করে দেয়।’ তবে জুতার ব্যবসা এখনো ‘মেল ডমিনেটেড’ বা পুরুষের হাতেই বলে মনে করেন নওরিন। তিনি বলেন, ‘আমার ডিজাইনগুলো ট্রাডিশনাল থেকে আলাদা। ম্যাটেরিয়াল খুঁজে পাওয়া, কারিগরদের বোঝানো, ফ্যাক্টরি ম্যানেজ করা সবকিছুই আসলে চ্যালেঞ্জের বিষয়।’ পরিবারও শুরুতে সংশয়ে ছিল। স্থাপত্য পেশা ছেড়ে কেউ কেন জুতা নিয়ে কাজ করবে? কিন্তু নওরিনের মধ্যে ছিল তীব্র এক প্যাশন। সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের সংশয় দূর হয়েছে।
অনলাইনের শক্তি, অফলাইনের অপেক্ষা : সোয়াংকি গার্লস পুরোপুরি অনলাইনভিত্তিক ব্যবসা। এখনো শোরুম নেই, কোনো মেলায়ও অংশ নেয়নি এখনো। নওরিন জানিয়েছেন, তাদের গ্রাহকেরা সোশ্যাল মিডিয়ার কনটেন্ট দেখে আগ্রহী হন। আর তারাও চেষ্টা করেন ইউনিক কনটেন্টের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে। সে জন্যই হয়তো প্রতি মাসে তাদের কাছে ২০০ থেকে ২৫০ জোড়া জুতার অর্ডার আসে। নওরিনের কাছে ক্রেতাদের রিভিউ মূল্যবান।
কীভাবে নিয়মিত ক্রেতা তৈরি হয়? নওরিন শোনালেন এক মায়ের গল্প। তার এক ক্রেতা একবার সোয়াংকি গার্লস থেকে জুতা কিনেছিলেন তার মায়ের জন্য। নিখুঁত নকশায় তৈরি এ জুতা পরে তার মায়ের পায়ের পুরোনো ব্যথা সেরে যায়। সেই ক্রেতা এখন নিয়মিতই সোয়াংকি গার্লস থেকে জুতা কেনেন। এমন একেকটা গল্প তার উদ্যোগের সার্থকতা বলে জানান নওরিন। ক্রেতা তো হয়েছে। এখন তাদের লক্ষ্য একজন ইনভেস্টর পাওয়া। যাতে ভবিষ্যতে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে শোরুম খোলা যায়। ২০২০ সাল থেকে পথচলা শুরু সোয়াংকি গার্লসের। আগামি পাঁচ বছর নিজের উদ্যোগকে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে দেখতে চান নওরিন হাবিব। বাংলার রং, ছন্দ ও নারীর গল্পকে নিজের তৈরি পণ্যের সাহায্যে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার একটা তাগিদ আছে তার ভেতর।
মন্তব্য করুন