ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

আরাকান আর্মি থেকে ছাড়া পেয়ে টেকনাফে দুই পণ্যবাহী জাহাজ

আরাকান আর্মি থেকে ছাড়া পেয়ে টেকনাফে দুই পণ্যবাহী জাহাজ

নিউজ ডেস্ক: চার দিন আটক থাকার পর মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির কবজায় থাকা পণ্যবাহী তিনটি জাহাজের মধ্যে দুটি জাহাজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে। 

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জাহাজ দুটি টেকনাফ স্থলবন্দরে পণ্যসহ পৌঁছায়। তবে আরও একটি জাহাজ এখনো ছাড়েনি তারা। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর।

তিনি জানান, গত বৃহস্পতিবার মিয়ানমার থেকে আসার পথে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসা তিনটি পণ্যবাহী জাহাজকে দেশটির রাখাইন সীমান্তে নাফ নদীতে তল্লাশির কথা বলে আটক করে রাখে আরাকান আর্মি। আটকের ৪ দিন পরে সোমবার সকালে আরাকান আর্মি পণ্যবাহী দুটি জাহাজ ছেড়ে দিলে দুপুর ১২টার দিকে জাহাজ দুটি টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়।

আরও পড়ুন

তিনি আরও জানান, পণ্যবাহী জাহাজগুলোতে শুঁটকি, সুপারি, কপিসহ বিভিন্ন মালামাল রয়েছে। বাকি আরও একটি জাহাজ এখনো ছেড়ে দেয়নি। তবে ছেড়ে দেবে বলে জানা গেছে।

টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক জসীম উদ্দিন চৌধুরী জানান, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসা এপারের ব্যবসায়ীদের পণ্যসহ মিয়ানমারের তিনটি জাহাজ আটকে রাখে আরাকান আর্মি। ৪ দিন পর আরাকান আর্মি দুটি জাহাজ ছেড়ে দেয়। বাকি আরও একটি তাদের হাতে আটক রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার