চট্টগ্রাম বন্দর এলাকায় একমাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
চট্টগ্রাম বন্দর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একই সঙ্গে অস্ত্র, লাঠি, বিস্ফোরক, দাহ্য পদার্থ ও ইট-পাথর বহন ও ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টায় পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দর এলাকা দেশের আমদানি-রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে যেকোনো আন্দোলন বা অবরোধে যানজট সৃষ্টি হয়ে জাতীয় অর্থনীতি ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তাই জনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বারিক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ও বন্দর সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনতবে জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রাজনৈতিক দলের প্রচার-প্রচারণা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








